ডেস্ক রিপোর্ট ।।
ভারতের মুম্বই, মহারাষ্ট্র এবং দিল্লিতে কথিত ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের শনাক্তকরণ অভিযান শুরু হয়েছে। অভিযানে বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন, হিন্দু নন এমন সম্প্রদায়ের উপাসনালয় রাজ্যের নিয়ন্ত্রণে আনতে পারে সরকার।
পশ্চিমবঙ্গে চিকিৎসা ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা
কলকাতার এক হাসপাতালে বিজেপি কর্মীরা বাংলাদেশি হিন্দু নন এমন রোগীদের চিকিৎসা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। একইসঙ্গে বাংলাদেশের প্রতিনিধি ছাড়াই কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং চলচ্চিত্র উৎসব আয়োজনের ঘোষণা এসেছে।
দিল্লিতে অভিবাসী দমন
দিল্লি পুলিশও বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের আটক করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সাংস্কৃতিক সম্পর্কের সংকট
বাংলাদেশি লেখক-কবিদের ভিসা না দেয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনেও বাংলাদেশ অনুপস্থিত।
এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।