রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

হত্যাকাণ্ডে জড়িত থাকলে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা : হাসনাত

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।। 

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত, সতর্ক ও ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “সারাদেশের সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেদের আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনোভাবেই এই সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টির জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দয়া করে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করবেন না।”

চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনায় তিনি বলেন, “অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। যদি কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকে, তবে সেই সংগঠনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন এবং ধৈর্য ধরুন।”

এই পরিস্থিতিতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার এ বার্তা জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net