ফরিদুপুর প্রতিনিধি ।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে। দেশটিকে সঠিক পথে পরিচালিত না করলে ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের আত্মদান বৃথা যাবে।’
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আগামী ৭ ডিসেম্বর বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর আমরা কিছুটা প্রশান্তি পেয়েছি, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। জিনিসপত্রের দাম কমেনি, ফলে অশান্তি এখনও বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল, যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।’
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।