স্টামফোর্ড প্রতিনিধি ।।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রানিং শিক্ষার্থীদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকীসহ শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতা পর্বের দৃশ্য
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াতের পর জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
জাগো নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার রাশেদ রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী রায়হান খান আকাশসহ গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের একাংশ
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অনবদ্য, একইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন ছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের নেতৃস্থানীয় নূর হাসান, ইফাজ খান, সাইফুল আলম রাহাত, লাবিব আহনাব, নুসরাত জাহান এবং গণমাধ্যমে কর্মরত মেহেরা রহমান সিমরান, সিয়াম হাসান, মারুফ হাসান ও সাদী মোহাম্মাদ সাদ।
শেষে ইফতার পূর্ব দোয়া মাহফিলে ফাতিনাজ ফিরোজ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।