শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাজশাহীতে ‘এক টাকায় চিকিৎসা’, রোগী দেখেন তিন ডাক্তার বোন

ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল ২০২০ সালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। আয়েশা সিদ্দিকা জেনারেল ফিজিশিয়ান, আর ফারজানা মোজাম্মেল একজন ডেন্টিস্ট। তাঁরা পর্যায়ক্রমে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

by ঢাকাবার্তা

রাজশাহী প্রতিনিধি ।।

রাজশাহীর তিন বোন—সুমাইয়া বিনতে মোজাম্মেল, আয়েশা সিদ্দিকা, এবং ফারজানা মোজাম্মেল; এক টাকায় রোগী দেখার উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন। ২০২৩ সালে এই ‘এক টাকায় চিকিৎসা’ সেবার সূচনা করেন ডা. সুমাইয়া। এরপর তার দুই বোনও একই পথে হাঁটেন। তাঁদের দাবি, এ উদ্যোগ তাঁদের বাবা মীর মোজাম্মেল আলীর অনুপ্রেরণায় শুরু।

ডা. সুমাইয়া ২০২০ সালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি রাজশাহীর সাহেববাজার এলাকায় বাসার নিচে চেম্বারে এই সেবা প্রদান করছেন। আয়েশা সিদ্দিকা জেনারেল ফিজিশিয়ান, আর ফারজানা মোজাম্মেল একজন ডেন্টিস্ট। তাঁরা পর্যায়ক্রমে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

তিন বোনের বাবার ইচ্ছায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার বদলে প্রতীকী মূল্য এক টাকা রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের উদ্যোগ ভাইরাল হওয়ার পর রোগীদের ভিড় বাড়তে থাকে।

তাঁদের সেবায় উপকৃত হয়েছেন অসংখ্য দুস্থ ও অসহায় মানুষ। যেমন, শামীমা খাতুন নামে এক রোগী জানান, সাত মাস ধরে চিকিৎসা নিয়ে তিনি উপকৃত হয়েছেন। দাঁতের চিকিৎসা নিতে আসা কলেজ ছাত্র রফিকুল ইসলাম বলেন, তাঁর সমস্যাগুলো অনেকটাই কমে গেছে।

এই সেবা কার্যক্রম পরিচালনায় তহবিল সঙ্কট থাকা সত্ত্বেও তাঁরা নিজেদের উদ্যোগে তা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরও মানুষকে সহায়তার জন্য কাজ করতে চান এই তিন ডাক্তার বোন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net