শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জাদেজার চারে চ্যাম্পিয়ন ভারত

by ঢাকাবার্তা
চার মেরে বিজয় উদযাপন জাদেজার

ডেস্ক রিপোর্ট ।।

দ্বিতীয়বারের মতো টানা আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চার উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৫১ রান সংগ্রহ করে, যেখানে ড্যারিল মিচেল (৬৩) ও মাইকেল ব্রেসওয়েল (৫৩) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারতের হয়ে কুলদীপ যাদব (২-৪০) ও বরুণ চক্রবর্তী (২-৪৫) ভালো বোলিং করেন। জবাবে ভারত ২৫৪ রান তোলে, রোহিত শর্মা করেন ৭৬ রান, শ্রেয়াস আইয়ার ৪৮ এবং কেএল রাহুল ৩৪* রানে অপরাজিত থাকেন।

পতাকা গায়ে ট্রফি নিয়ে বসে আছেন রোহিত শর্মা

ম্যাচ সেরা রোহিত শর্মা

ভারত টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ড ৬৯ রান সংগ্রহ করলেও ভারতের স্পিন আক্রমণের সামনে তাদের রান গতি কমে যায়। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিং নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয়।

ভারতীয় ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিংয়ে ১০৫ রানের জুটি গড়েন। কিন্তু নিউজিল্যান্ডের স্পিনাররা ধীরে ধীরে ম্যাচে ফেরে। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেয়। তবে কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন।

সিরিজ সেরা রাচিন রবীন্দ্র

সিরিজ সেরা রাচিন রবীন্দ্র

এই জয়ে ভারত দুই বছরের মধ্যে দুটি আইসিসি শিরোপা জয় করল। শেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে তারা ২৩টির মধ্যে ২২টি ম্যাচ জিতেছে। দলটির গভীরতা ও সামঞ্জস্যতা তাদের অন্যতম শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে।

শেষ পর্যন্ত, ভারতের ব্যাটিং গভীরতা ও অভিজ্ঞতা নিউজিল্যান্ডের লড়াইকে ছাড়িয়ে যায়। চার উইকেট হাতে রেখে ফাইনাল জিতে নেয় রোহিতরা, আরেকটি শিরোপা যুক্ত হলো ভারতের ঝুলিতে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net