রবিবার, মার্চ ১৬, ২০২৫

ভারতকে বুঝতে হবে, এটি হাসিনার বাংলাদেশ নয় : আসিফ নজরুল

by ঢাকাবার্তা
ড. আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার ।। 

ভারতকে বুঝতে হবে, এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল। এটি একটি নির্ভীক তরুণ প্রজন্মের বাংলাদেশ। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও তছনছের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ ঘটনার জন্য ভারতের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বাংলাদেশ সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাস করে, তোষণনীতিতে নয়।”

ড. আসিফ নজরুল জানান, ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠন সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভবনটি ক্ষতিগ্রস্ত করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। তিনি বলেন, “এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ভারত তার মাটিতে আমাদের কূটনৈতিক মিশনের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার তীব্র নিন্দা জানাই।”

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। ড. নজরুল লিখেছেন, “ভারতের সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য বরং ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত।”

তিনি আরও যোগ করেন, “শেখ হাসিনার সরকার ক্ষমতা ধরে রাখতে ভারতের তোষণনীতি অনুসরণ করেছে। কিন্তু বর্তমান বাংলাদেশ সেই নীতিতে বিশ্বাসী নয়। আমরা আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক গড়তে চাই।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরুণ সমাজসহ সকল স্তরের মানুষের প্রতি জাতীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন ড. নজরুল। তিনি মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে ভারতের এ ধরনের কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে চাপ বাড়ানো প্রয়োজন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net