রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত

by ঢাকাবার্তা
বাংলাদেশ-ভারতের পতাকা

ডেস্ক রিপোর্ট ।।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, সীমান্ত ইস্যু থেকে শুরু করে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় সেখানে আলোচিত হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা ইতিবাচক সম্পর্ক চাই। বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ সম্পর্ক দুই দেশের মানুষের জন্য কল্যাণকর হবে— এটাই আমাদের দৃষ্টিভঙ্গি।” ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক সফরেও এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল।

সম্প্রতি মালদা-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, “আমরা সীমান্তে অপরাধমূলক কার্যক্রম, পাচার, চোরাচালান রোধে বদ্ধপরিকর। এজন্য কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করা হচ্ছে।”

ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারকে তলবের বিষয়েও তিনি বলেন, “আমরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে সীমান্ত অপরাধ রোধে যে বার্তা দিয়েছি, সেটি পুনরায় উল্লেখ করেছি।”

দুই দেশের সম্পর্ক নিয়ে জয়সওয়াল বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক অগ্রগতি শুধু দুই দেশের সরকার নয়, জনগণের জন্যও উপকারী হবে।”

ভারতের এ অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে দুই দেশের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net