শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টার্গেট ২৫২ রান

by ঢাকাবার্তা
রোহিত শর্মা

ডেস্ক রিপোর্ট ।।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেরিল মিচেল, তার ১০১ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। শেষ দিকে মিচেল ব্রেসওয়েলের ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো স্কোর গড়ে নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাটিং নেওয়ার পর ভালো শুরু করেছিল কিউইরা। উইল ইয়ং ও রাচিন রবিন্দ্র মিলে উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন। তবে এরপরই ছন্দপতন শুরু হয়। অষ্টম ওভারে উইল ইয়ংকে এলবিডব্লিউ করে ওপেনিং জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। এরপর কুলদীপ যাদবের দুর্দান্ত গুগলিতে ২৯ বলে ৩৭ রান করা রাচিন রবিন্দ্র বোল্ড হন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন ড্যারেল মিচেল

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন ড্যারেল মিচেল

এরপর ওয়ানডাউনে নেমে ১৪ বলে ১১ রান করা কেইন উইলিয়ামসনও কুলদীপের শিকার হয়ে ফিরে যান। মাত্র ৭৫ রানের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

দ্রুত উইকেট হারানোর পর লড়াই করার চেষ্টা করেন ডেরিল মিচেল ও টম ল্যাথাম। কিন্তু ১৪ রান করা ল্যাথামকে এলবিডব্লিউ করে তাদের ৩৩ রানের জুটি ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। এরপর গ্লেন ফিলিপস ও মিচেল মিলে ৫৭ রানের জুটি গড়েন। তবে ৫২ বলে ৩৪ রান করে ফিলিপস বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলে আবারও ধাক্কা খায় নিউজিল্যান্ড।

শেষ দিকে ইনিংস টেনে লম্বা করেছেন মাইকেল ব্রেসওয়েল

শেষ দিকে ইনিংস টেনে লম্বা করেছেন মাইকেল ব্রেসওয়েল

শেষ দিকে ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা নিউজিল্যান্ডকে ২৫১ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেয়। অধিনায়ক মিচেল স্যান্টনার ৯ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। এছাড়া রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫১/৭ (ইয়ং ১৫, রাচিন ৩৭, উইলিয়ামসন ১১, মিচেল ৬৩, লাথাম ১৪, ফিলিপস ৩৪, ব্রেসওয়েল ৫৩*, স্যান্টনার ৭*; শামি ৯-০-৭৪-১, পান্ডিয়া ৩-০-৩০-০, বরুণ ১০-০-৪৫-২, কুলদীপ ১০-০-৪০-২, অক্ষর ৮-০-২৯-০, জাদেজা ১০-০-৩০-১)

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net