শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ

যৌথ কমিশন পুনরায় সক্রিয়, বিনিয়োগ বাড়াতে কৃষি, জাহাজ নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্যবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঢাকায় বৈঠক করে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ নিচ্ছে। এছাড়া দুই দেশ যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পুনরায় সক্রিয় করতে সম্মত হয়েছে। ২০০৫ সালের পর এই কমিশনের বৈঠক আর হয়নি। কমিশনের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করা হবে। পাশাপাশি যৌথ বাণিজ্য কমিশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, ভবিষ্যতের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের রূপরেখা তৈরি করবে।

আলোচনায় কৃষি আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, ইস্পাত শিল্প, গ্রিন শিপ ব্রেকিং, জাহাজ নির্মাণ, খেজুর, খনিজ, নির্মাণ সামগ্রী, হালাল বাণিজ্য, চিনি, চামড়া, চাল, শুকনো ফল ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতের সহযোগিতা গুরুত্ব পায়। এছাড়া বাণিজ্যে সংযোগ ও লজিস্টিকস উন্নত করে ব্যয় কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এ সময় শুল্ক ও আমদানি শুল্ক কমানো এবং বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্যের জন্য পাকিস্তানের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই স্বীকার করে যে, দ্বিপাক্ষিক বাণিজ্যে বিপুল সম্ভাবনা এখনো অনাবিষ্কৃত রয়েছে। দুই দেশের জনগণ এ সুযোগের সুফল ভোগ করতে প্রস্তুত। তাই বিদ্যমান গতি কাজে লাগিয়ে দ্রুত একটি অনুকূল পরিবেশ তৈরিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জোর দেওয়া হয়।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net