শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভারতীয় শিবিরে আতঙ্ক, হাঁটুতে চোট পেলেন কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

by ঢাকাবার্তা
বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট ।।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামবে ভারত। তবে তার আগের দিন, শনিবার, ভারতীয় শিবিরে ছড়িয়ে পড়ে চোট-আতঙ্ক। অনুশীলনের সময় হাঁটুতে চোট পান বিরাট কোহলি, এরপর আর অনুশীলন না করে মাঠ ছেড়ে যান তিনি।

শনিবার দুবাইয়ে ভারতীয় দল অনুশীলন করছিল। নেটে ব্যাট করার সময় এক পেসারের বল সরাসরি কোহলির হাঁটুতে লাগে। মুহূর্তেই যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি এবং মাটিতে শুয়ে পড়েন। দলের ফিজিও দ্রুত এগিয়ে এসে তাঁর হাঁটুতে স্প্রে করেন এবং আইসপ্যাক লাগানো হয়। এরপর আর অনুশীলনে ফেরেননি কোহলি।

তবে কোহলির চোট কতটা গুরুতর? ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে যে, চোট খুব একটা গুরুতর নয় এবং তিনি ফাইনালে খেলতে পারবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোহলিকে নিয়ে কোনো ঝুঁকি না নিতেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে রয়েছেন কোহলি। টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো শতরান করেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতরান কাছাকাছি পৌঁছে ৮৪ রানে আউট হন। দলের প্রত্যাশা, ফাইনালেও তিনি বড় ইনিংস খেলবেন এবং ভারতকে আরও একটি আইসিসি ট্রফি এনে দেবেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net