বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘প্রতিবাদী র‍্যালি’ করবে ইনকিলাব মঞ্চ

by ঢাকাবার্তা

ঢাবি প্রতিনিধি ।। 

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের ষড়যন্ত্র ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় দূতাবাস অভিমুখে ‘প্রতিবাদী র‍্যালি’ আয়োজনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি এ কর্মসূচি ঘোষণা করেন।

র‍্যালিটি ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় গুলশান-২ থেকে শুরু হবে। শান্তিপূর্ণভাবে শেষ করে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানান তিনি।

শরীফ ওসমান বলেন, “আজমির শরীফ মুসলমানদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। সেখানকার জায়গা শিব মন্দির ছিল বলে দাবি তুলে মামলা করা হয়েছে, যার শুনানি ২০ ডিসেম্বর। বাবরি মসজিদের মতো আজমির শরীফ দখল করার ষড়যন্ত্র হলে, ভারতের মানচিত্র নতুনভাবে আঁকা হবে।”

তিনি আরও বলেন, ভারতে সংখ্যালঘু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের উপর নির্যাতন অব্যাহত রয়েছে। গুজরাটে ১ হাজারের বেশি মুসলিমকে হত্যা, পাঞ্জাবে শিখ নিধন, মণিপুরে উপজাতি হত্যার মতো ঘটনাগুলো ভারতের নির্যাতনের নগ্ন উদাহরণ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net