স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল গত ছয় মাসে ৫১ কোটি টাকারও বেশি লোকসান করেছে। আয় কমে গেলেও খরচ না কমায় এবং ব্যাংকঋণের সুদ বৃদ্ধির কারণে লোকসান গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।
হোটেলটির ২০২৪–২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই–ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে আয় হয়েছে ৬৭ কোটি টাকা, যেখানে ২০২৩ সালের একই সময়ে আয় ছিল ৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয় কমেছে ২৩ কোটি টাকা বা ২৬ শতাংশ। বিপরীতে পরিচালন ও প্রশাসনিক খরচ ছিল ১২৬ কোটি টাকা, যার বড় অংশ ব্যাংকঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে। ফলে লোকসান দাঁড়িয়েছে ৫১ কোটি টাকায়।
গত জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন, আগস্টে সরকার বদল ও রাজনৈতিক অস্থিরতার কারণে হোটেল ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। শাহবাগ আন্দোলনের কেন্দ্র হওয়ায় দেশি–বিদেশি পর্যটক শূন্য হয়ে পড়ে এবং অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকে। সেপ্টেম্বর–অক্টোবর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও জুলাই–আগস্টের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়নি।
জুলাই–সেপ্টেম্বরে আয় ছিল ২৩ কোটি টাকা, খরচ ৫৭ কোটি টাকা, লোকসান ৩০ কোটি টাকা। অক্টোবর–ডিসেম্বরে আয় বেড়ে ৪৪ কোটি টাকা হলেও খরচ ৬৭ কোটি টাকা থাকায় লোকসান হয় ১৮ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকঋণের সুদহার বৃদ্ধি লোকসান বাড়ার অন্যতম কারণ।
হোটেলটির মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে। হোটেল ব্যবসা ছাড়াও অফিসভাড়া ও ব্যাংক আমানতের সুদ থেকে গত ছয় মাসে ৮ কোটি টাকার বেশি আয় হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় সামান্য বেশি।