স্টাফ রিপোর্টার ।।
নতুন বেসরকারি সংস্থার (এনজিও) অনুমোদনের প্রক্রিয়া সহজ করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে এনজিও অনুমোদনে সময় চার ভাগের এক ভাগ কমানো হয়েছে। প্রকল্প অনুমোদনেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগে কোনো সময়সীমা না থাকলেও এখন ৪৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।
এনজিও অনুমোদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ৪৫ দিনের মধ্যে মতামত জানাতে হবে। নির্ধারিত সময়ে মতামত না এলে ধরে নেওয়া হবে, তাঁদের কোনো আপত্তি নেই। নতুন কোনো এনজিও খোলার প্রস্তাব তদন্ত করবে একটি গোয়েন্দা সংস্থা।
এনজিও ব্যুরোর নতুন পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে একটি গোয়েন্দা সংস্থাকে দিয়ে প্রস্তাব তদন্ত করতে হবে। আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে তদন্ত করত। এনজিও সংশ্লিষ্টদের অভিযোগ, তখন হয়রানির ঘটনা বেশি ঘটত। নতুন নিয়মে হয়রানি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এনজিও নিবন্ধন নিয়ে আলাদা নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। সময়মতো প্রতিবেদন না এলে ধরে নেওয়া হবে, আপত্তি নেই। তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও আয়কর সনদ-বেতন ভাতার তথ্য পর্যবেক্ষণ থাকবে। কোনো সিদ্ধান্তসূচক মন্তব্য করা যাবে না। নেতিবাচক মতামত দিলে তা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রস্তাবিত নির্বাহী কমিটির সদস্যদের রাজনৈতিক পরিচয় খোঁজা যাবে না; সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততা বিবেচনায় নিতে হবে। বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্রও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
পাঁচ বছরের বেশি মেয়াদি প্রকল্প অনুমোদনে এখন প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি নিতে হবে।
এনজিও সংশ্লিষ্টরা নতুন পরিপত্রকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা দাবি করেছেন, বৈদেশিক অনুদান আইন, ২০১৬–এর ১৪ নম্বর ধারা বাতিল করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ধারা বাক্স্বাধীনতা হরণের জন্য যুক্ত করা হয়েছিল। নতুন পরিপত্রে হয়রানির সুযোগ কমলেও এ ধারা রয়ে যাওয়ায় উদ্বেগ থেকেই যাচ্ছে।
এনজিও ব্যুরোর পরিচালক নাজমুল হোসাইন জানিয়েছেন, পরিপত্রের নতুন বিষয়গুলো বৈদেশিক অনুদান আইনের সংশোধিত সংস্করণে যুক্ত করা হবে। আইনটি পাস হলে তা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।