বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

জবিতে শুরু হচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব

by ঢাকাবার্তা

জবি প্রতিনিধি ।। 

আগামীকাল থেকে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ইরানি চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার খান কবির। এ ছাড়া ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমিন এবং জাতীয় চলচ্চিত্র পরামর্শক কমিটির সদস্য সাদিয়া খালিদ ঋতি উপস্থিত থাকবেন।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ইবরাহিম হাতামি কিয়ার বিখ্যাত চলচ্চিত্র ‘বডিগার্ড’। পরবর্তী দিনগুলোতে মাজিদ মাজিদির ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘দ্য কালার অব প্যারাডাইস’, আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ এবং সাইফুল্লাহ দাদের ‘দ্য সারভাইভার’ প্রদর্শন করা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net