ডেস্ক রিপোর্ট ।।
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় কেবল অভিনয় দিয়েই নন, বরং এখন রাজনৈতিক ক্ষেত্রেও দারুণ আলোচিত। সম্প্রতি তার একটি ইফতার পার্টিতে অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা অনেকের মনে প্রশ্ন তুলেছে—বিজয় কি মুসলমান?
২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিজ রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের ঘোষণা দেওয়ার পর থেকে বিজয়ের রাজনৈতিক পদক্ষেপ নজর কেড়েছে সবার। রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে আয়োজিত এক ইফতার পার্টিতে তাকে দেখা গেছে সাদা কুর্তা ও মাথায় টুপি পরা অবস্থায়। এমনকি তিনি দোয়াতেও অংশ নিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই তার এই ভিডিও প্রকাশ করার পর তা নিয়ে আলোচনার ঝড় ওঠে।
এই ভিডিও দেখে অনেকেই বিজয়ের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন। তার ভক্তদের একাংশ এই কাজকে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক বলে দেখছেন। তবে, কিছু নেটিজেন তাকে ট্রোল করতেও ছাড়েননি, যার ফলে বিতর্ক তৈরি হয়েছে।
যদিও বিজয় মুসলিম ধর্মের বিভিন্ন রীতি অনুসরণ করতে দেখা গেছে, তিনি মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর এবং তিনি একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান।
বিজয়ের রাজনৈতিক প্রবেশ তামিলনাড়ুতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার দলের প্রথম সমাবেশে তিন লাখ মানুষের উপস্থিতির দাবি করা হয়েছে, যা তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
বিজয় মুসলিম নন, তবে তার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা অনেকে ইতিবাচকভাবে নিয়েছেন। একজন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের প্রতিটি পদক্ষেপ এখন নজরে রাখছে তামিলনাড়ুসহ গোটা ভারত।