স্টাফ রিপোর্টা ।।
বিএনপি নেতা ইশরাক হোসেন রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে অতি মুনাফা করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১ মার্চ) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এ দাবি জানান।
ইশরাক হোসেন তার পোস্টে উল্লেখ করেন, “রমজানের আগে দাম বৃদ্ধি করে অতি মুনাফাকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। উদাহরণ হিসেবে ভোজ্য তেলের বড় গ্রুপগুলোর মালিক কারা, তা আমরা সবাই জানি।” তিনি এস আলম, ফ্রেশ, তীর, বসুন্ধরা, রূপচাঁদা, রাধুনী, পুষ্টি ইত্যাদি ব্র্যান্ডের কথা উল্লেখ করে বলেন, “সরকারের উচিত এদের ডেকে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া। কেউ সেটি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “এভাবে অন্যান্য খাদ্যপণ্যের মাফিয়াদেরও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এই মাফিয়াদের দৌরাত্ম কেন এখনো কমছে না, সেটাই জনমনে প্রশ্ন।”
ইশরাক হোসেনের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন, তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।