স্টাফ রিপোর্টার ।।
দেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল, নিউজ২৪, তাদের নিউজ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সহকারী পদে নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে নতুন কর্মী নিয়োগ করতে চাচ্ছে, যার মধ্যে রয়েছে নিউজ এডিটর, ট্রেইনি নিউজ এডিটর, ক্যামেরা পার্সন, এবং ভিডিও এডিটর।
নিয়োগ পদের বিবরণ:
নিউজ এডিটর: প্রার্থীদের সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়নে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
ট্রেইনি নিউজ এডিটর: সাংবাদিকতা, গণযোগাযোগ বা গণমাধ্যম অধ্যয়নে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ক্যামেরা পার্সন ও ভিডিও এডিটর: ক্যামেরা এবং ভিডিও সম্পাদনার কাজে অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৬ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন জমা দিতে বলা হয়েছে।