স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নী সাহাকে জনতা ঘিরে ধরে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। পরে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গত জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাঈম হাওলাদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হয়েছিল। ওই মামলায় মুন্নী সাহা ছাড়াও আরও কয়েকজন সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মুন্নী সাহার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আরও বিভিন্ন আর্থিক তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একাধিক টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।