শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাংবাদিক সাইফ হাসনাত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

by ঢাকাবার্তা
সাইফ হাসনাত। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তরুণ ক্রীড়া সাংবাদিক ও গীতিকার সাইফ হাসনাত। রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। মঙ্গলবার দায়িত্বরত চিকিৎসকদের পক্ষ থেকে বিকাল চারটায় অস্ত্রোপচারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন সাইফ হাসনাত

শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন সাইফ হাসনাত

এই প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে, তখনও অপারেশন থিয়েটারেই রয়েছেন সাইফ। এই তথ্য নিশ্চিত করেছেন তার ছোটভাই তৌহিদ।

সাইফ হাসনাতের সাংবাদিকতা জীবন শুরু হয় পাক্ষিক অনন্যা ম্যাগাজিনের ক্রীড়া বিষয়ক প্রতিবেদক হিসেবে। লিখতেন দৈনিক যুগান্তরের ফিচার বিভাগেও। কাজ করেছেন অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন.কমে। সর্বশেষ দৈনিক মানব কন্ঠে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি গল্প, কবিতা এবং গীতিকার হিসেবে সুনাম রয়েছে তার। কাজ করেছেন দেশসেরা সঙ্গীতশিল্পী ও আয়োজকদের সঙ্গে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net