শুক্রবার, জুলাই ১১, ২০২৫

স্টামফোর্ড ইউনিভার্সিটি লইয়ার্স এসোসিয়েশনের নেতৃত্বে কাজল-সোহেল

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

স্টামফোর্ড ইউনিভার্সিটি লইয়ার্স এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মুক্তাদির আহমেদ কাজল, আর সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট তানভীর হাসান সোহেল।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতির ৪র্থ তলায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স এসোসিয়েশন, ঢাকা বার ইউনিটের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এডভোকেট মুক্তাদির আহমেদ কাজল।

তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল ও মোঃ মেহেদী হাসান জুয়েল। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট শারমিন জাহান শিমু, এডভোকেট মোঃ মাহফুজুর রহমান খান এবং এডভোকেট মাহফুজুর রহমান (ইলিয়াস)। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনার পর এডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net