৫১
নিজস্ব প্রতিবেদক ।।
আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে (Kamal Ahmed Mojumder) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়। এর পর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়েছে।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কামাল আহমেদ মজুমদারকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।