সোমবার, মার্চ ১৭, ২০২৫

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস : শাহবাজ শরিফ

by ঢাকাবার্তা
শাহবাজ শরিফ ও খালেদা জিয়া। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনসেবার প্রতি যে আত্মনিবেদন দেখিয়েছেন, তা অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা বলেন।

গত ৩১ জানুয়ারি লেখা চিঠিতে শাহবাজ শরিফ বলেন, “আপনার স্বাস্থ্যগত সমস্যার কথা জানতে পেরে আমি উদ্বিগ্ন এবং আপনার দ্রুত আরোগ্য লাভের জন্য আমার শুভকামনা জানাচ্ছি।”

চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে শাহবাজ শরিফ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জনসেবার প্রতি আপনার অটল নিষ্ঠা এবং আত্মোৎসর্গ অনেকের জন্য অনুপ্রেরণা।”

শাহবাজ শরিফ আরও লেখেন, “আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গলের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আপনার, আপনার পরিবার এবং সমর্থকদের প্রতি আমাদের শুভকামনা রইল। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন ও সব অসুস্থতা থেকে রক্ষা করুন।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net