বাসস ।।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডনে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে এ কথা জানান তিনি। নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে এই মাহফিলের আয়োজন করে।
এম এ মালেক বলেন, খালেদা জিয়াকে ঈদ শেষে দেশে ফেরার অনুরোধ করা হয়েছিল, তিনি সে অনুযায়ী সম্মতি দিয়েছেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন। ডাক্তাররাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্ধারিত ফ্লাইট না পেলে ফেরার তারিখ এক-দু’দিন এদিক-সেদিক হতে পারে।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে এম এ মালেক জানান, তারেক রহমানের ফেরার বিষয়ে এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি বলেন, “ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর হয়তো তিনি ফিরতে পারেন। তবে একসঙ্গে দুজন যাবেন না, এমনটাই আমার বিশ্বাস।”