রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

খালেদা জিয়া ৬ বছর পর জনসম্মুখে, যাবেন সেনাকুঞ্জে

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন

by ঢাকাবার্তা
খালেদা জিয়া। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল ৩টায় তিনি সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নেবেন।

জানা গেছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ার পর ২০২০ সালে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। মুক্তির শর্তানুযায়ী তিনি রাজনীতি বা বিদেশে যাওয়া থেকে বিরত ছিলেন।

তবে, চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেন। এরপর ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে রেকর্ডেড বক্তব্য দেন তিনি।

২০২০ সাল থেকে খালেদা জিয়া হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাজ্য হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net