স্টাফ রিপোর্টার ।।
বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হতে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছাবেন তিনি।
খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন। এ বিমানটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আগামীকাল রাত ১০টায় এই বিশেষ বিমানে করে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।
এই বিশেষ বিমানে খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের ছয়জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে তাঁর ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিল রহমান ও ব্যক্তিগত কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

হাঁটুতে অস্ত্রোপচার শেষে লন্ডন ক্লিনিক ছাড়ছেন এলিজাবেথ টেইলর। ১৯৬৩ সালের ২৩ জানুয়ারি তোলা ছবি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। এ বিষয়ে চিকিৎসক জাহিদ হোসেন জানান, লন্ডনে তার লিভারের জটিলতা এবং হৃদরোগের স্টেন্টিং পর্যালোচনা করা হবে।
বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে। তাঁর চিকিৎসক বলেন, ‘দেশের মানুষ যেভাবে প্রার্থনা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। ম্যাডামও সকলকে ধন্যবাদ জানিয়েছেন।’
লন্ডনের চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের চিকিৎসার প্রয়োজন হলে তা বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া সুস্থ থাকলে ওমরাহ পালনের ইচ্ছার কথাও জানানো হয়েছে।
লন্ডনে উন্নত চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তার পরিবারের সদস্য এবং চিকিৎসকরা। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তারা তার দ্রুত সুস্থতার কামনা করেছেন।

লন্ডন ক্লিনিকের ক্যান্সার বিভাগ উদ্বোধনে রাণী দ্বিতীয় এলিজাবেথ। ২০১০ সালে তোলা ছবি।
সেন্ট্রাল লন্ডনের মেরিলেবোন রোডের ডেভনশায়ার প্লেসে ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয় লন্ডন ক্লিনিক। গত জানুয়ারিতে ‘লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসা নিয়েছিলেন কিং চার্লস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিও ১৯৪৭ সালে এ ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। কিংবদন্তী অভিনেত্রী এলিজাবেথ টেইলর ১৯৬৩ সালের জানুয়ারিতে এই ক্লিনিকে তার হাঁটুর একটি অপারেশন করিয়েছিলেন। ২০১০ সালে লন্ডন ক্লিনিকের ক্যান্সার বিভাগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন তৎকালীন রাণী দ্বিতীয় এলিজাবেথ।