রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল

by ঢাকাবার্তা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি ।। 

ছাত্রদের জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের ও পরিবারের উন্নয়নে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পূর্বে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অবস্থা থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ছাত্র ও জনগণের ঐক্যের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net