রবিবার, মার্চ ১৬, ২০২৫

কবি নজরুল শাখা ছাত্রদলের নেতৃত্বে ভেঙে ফেলা হলো ‘মুক্তির সোপান’ ভাস্কর্য

by ঢাকাবার্তা

কবি নজরুল প্রতিনিধি ।।

বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর বিভিন্ন প্রতিচিত্র ভাঙার ঘটনা ঘটলেও কবি নজরুল কলেজ ক্যাম্পাসে স্থাপিত ‘মুক্তির সোপান’ ভাস্কর্যটি এতদিন অক্ষত ছিল। তবে আন্দোলনের পাঁচ মাস পর, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এটি ভেঙে ফেলে ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

কিছু শিক্ষার্থী দাবি করেন, ভাস্কর্যটি আরও আগেই ভাঙা উচিত ছিল। তাদের ভাষায়, স্বৈরাচারী শাসনের মনগড়া ইতিহাস একটি স্বাধীন ক্যাম্পাসে থাকতে পারে না।

এ বিষয়ে ছাত্রদল নেতা ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘মুক্তির সোপান’-এ ইতিহাস বিকৃত করা হয়েছে। এখানে মুক্তিযোদ্ধাদের সংগ্রামের পরিবর্তে এক ব্যক্তিকে কেন্দ্র করে প্রচারণা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার বারবার ইতিহাস বিকৃত করেছে এবং নিজেদের মনগড়া গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে।

ফাহিম জানান, জুলাই আন্দোলনে নিহত চার শহীদের স্মরণে নতুন প্রতিচিত্র স্থাপন করা হবে, যাতে তাদের ছবি ও স্মৃতিচিহ্ন থাকবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে ‘মুক্তির সোপান’ উদ্বোধন করেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net