স্টাফ রিপোর্টার ।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় ১১৩জন আসামী রয়েছে, সফটওয়্যারে একেকজনের তথ্য ইনপুট দেয়ার কারণে মামলা রেকর্ড হতে সময় লাগছে।’ তবে মামলা রেকর্ড হচ্ছে এটা কনফার্ম।
পুলিশ জানায়, মামলায় অভিযোগ আনা হয়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি এবং তাকে হত্যার চেষ্টা করা হয়।