চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রাম আদালত চত্বরে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫), যিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিক্ষোভকারীরা সাইফুল ইসলামকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংঘর্ষে আরও আটজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল এবং এনামুল হকের নাম জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় আটক ছিলেন। আজ দুপুরে তার জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানোর সময় আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে রাখার চেষ্টা করেন এবং এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও লাঠিচার্জ শুরু করে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় আইনজীবীরা বিক্ষোভ শুরু করেছেন এবং আগামীকাল কর্মবিরতির ডাক দিয়েছেন।