স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনাম এবার বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি এবার তিনি কাউন্সিলর হিসেবেও অংশগ্রহণ করবেন না।
মাহবুবুল আনামের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, দীর্ঘ দুই যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত মাহবুবুল আনামের এই সিদ্ধান্ত চূড়ান্ত। মাহবুব জানিয়েছেন, “হ্যাঁ, আমি এবার বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছি না। সিদ্ধান্ত পরিবর্তন হবে না।” আগামী অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
জানা গেছে, সম্প্রতি মাহবুবুল আনামকে নিয়ে নানা নেতিবাচক আলোচনা ও ব্যবসায়িক কারণে দুদকের বিরুদ্ধে একাধিক মামলা এই সিদ্ধান্তের পেছনের কারণ। এছাড়া, তিনি অনুভব করছেন যে, বাংলাদেশের ক্রিকেট ক্রমেই জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটার অংশ হতে তিনি চান না।

মাহবুবুল আনাম
বিসিবির পরবর্তী সভাপতির নাম বাজারে উঠলেও, মাহবুবুল আনামের না থাকার ফলে নির্বাচন সীমিত হতে পারে মাত্র দুজন সাবেক ক্রিকেটারের মধ্যে। দীর্ঘ সংগঠক–জীবনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগের কারণে তিনি প্রশংসিত হলেও সমালোচনা থেকেও অব্যাহতি পাননি। বিশেষ করে, রাজনৈতিক পরিবর্তনের পরও বিভিন্ন সময়ে তিনি বোর্ডে অব্যাহত থাকার কারণে সমালোচিত হয়েছেন।
মাহবুবুল আনাম ১৯৮৫ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর মোহামেডানের প্রতিনিধি হিসেবে সিসিডিএমের সদস্য হন। ২০০১ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের ক্রিকেট ব্যবস্থাপনায় যুক্ত হন। এরপর থেকে, ছোট বিরতি ছাড়া সব সময়ই ক্রিকেট বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০০৫–২০০৭ সালে সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।