স্টাফ রিপোর্টার ।।
সাবেক সেনা কর্মকর্তা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, রবিবার (৫ ডিসেম্বর) ইউটিউব চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন পরিচালিত এই সাক্ষাৎকারে তিনি তার জীবন এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে রাত ৯টায় প্রচারিত এই সাক্ষাৎকারে মেজর ডালিম বলেন, “অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন, তাদের অভিনন্দন জানাই।” সাক্ষাৎকারটি পাঁচ পর্বে প্রকাশিত হবে এবং আজ ছিল প্রথম পর্ব।
সাক্ষাৎকারে তিনি চলমান বিপ্লবের ধারাবাহিকতায় সম্পূর্ণ বিজয় অর্জনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তার ভাষায়, “চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের ধারাবাহিকতায় সঙ্গ দিতে হবে।” তিনি আরও বলেন, “আমি এবং আমার সাথী ভাইয়েরা যদি নতুন প্রজন্মের বিপ্লবী কর্মকাণ্ডে কোনো অবদান রাখতে পারি, তবে আমরা তা করতে প্রস্তুত।”
নতুন প্রজন্মের উদ্দেশে মেজর ডালিম তাদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উদ্দেশ্যে লাল সালাম জানান। তবে তিনি বলেন, “সম্পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি। চলমান বিপ্লবের ধারায় এগিয়ে যেতে হবে।”
এই সাক্ষাৎকারে মেজর ডালিম ১৯৭৫ সালের পর থেকে তার জীবনের নানা অধ্যায় এবং বর্তমান প্রেক্ষাপটে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পরবর্তী পর্বগুলোতে তার বক্তব্য আরও বিস্তারিতভাবে প্রকাশ পাবে।