ঢাকাবার্তা ডেস্ক ।।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ (Maryam Nawaz) স্বাস্থ্যগত সমস্যা কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তার বিদেশ সফরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাপারটি এখন পুরোপুরি চিকিৎসকের অনুমতির ওপর নির্ভরশীল।
মুসলিম লীগ নূনের সূত্র অনুযায়ী, মরিয়ম নওয়াজের স্বাস্থ্য গতকাল থেকে অবনতির দিকে চলে গেছে, যার ফলে তাকে শরিফ মেডিকেল সিটি কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন।
হাসপাতালের সূত্র জানায়, মরিয়ম নওয়াজ গলার সংক্রমণে ভুগছেন এবং চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বলেছেন। লন্ডনের জন্য আজ রাতে তার পাঞ্জাব ত্যাগের কথা ছিলো।
পার্টি সূত্রে জানা গেছে, তার বিদেশ সফর এখন চিকিৎসকদের অনুমতির ওপর নির্ভর করছে।
নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায় যে, মরিয়ম নওয়াজ কিছুদিন ধরেই গলা সংক্রমণে ভুগছিলেন, এ কারণেই চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
চিকিৎসার সময়, তিনি তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করবেন এবং সমস্যাটি মোকাবেলার জন্য সম্ভবত অস্ত্রোপচারও করাতে হতে পারে, যা নিয়ে কিছুদিন ধরেই তিনি অস্বস্তিতে ভুগছিলেন।
এই সফরটি তার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।