সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মারিয়াম নওয়াজের ‘আসান কারবার’ প্রকল্প উদ্বোধন

১ কোটি থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে।

by ঢাকাবার্তা
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট ।। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ ‘পাঞ্জাব আসান কারবার ফাইন্যান্স’ এবং ‘আসান কারবার কার্ড’ প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে পাঞ্জাবে ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আসান কারবার ফাইন্যান্স প্রকল্পের’ আওতায় ১ কোটি থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এছাড়া ‘আসান কারবার কার্ড’-এর মাধ্যমে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ রুপি পর্যন্ত ঋণ প্রদান করা হবে।

প্রকল্পের বৈশিষ্ট্য:

  • ঋণ পরিশোধ সহজ কিস্তিতে করা যাবে।
  • আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং ১৭৮৬ নম্বরে হেল্পলাইনের মাধ্যমে তথ্য জানতে পারবেন।
  • ব্যবসা শুরুর জন্য ভূমি অত্যন্ত কম মূল্যে বরাদ্দ করা হবে।
  • কোনো এনওসি বা লাইসেন্স ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ।
  • সুদমুক্ত ঋণ ব্যাংক অব পাঞ্জাবের মাধ্যমে বিতরণ করা হবে।

অতিরিক্ত সুবিধা:

  • রপ্তানি প্রসারিত করতে এক্সপোর্ট প্রসেসিং জোনে শিল্প স্থাপনে বিশেষ প্রণোদনা।
  • ৫ লক্ষ রুপির সোলার সিস্টেম বিনামূল্যে প্রদান।

মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহায়ক হবে এবং তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net