রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিটি ব্যাংকের সিইও পদে পুনর্নিয়োগ পেয়েছেন মাসরুর আরেফিন

by ঢাকাবার্তা
মাসরুর আরেফিন

স্টাফ রিপোর্টার ।। 

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে পুনর্নিয়োগ পেয়েছেন মাসরুর আরেফিন। বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পরবর্তী তিন বছরের জন্য তার পুনর্নিয়োগে সম্মতি দিয়েছে।

২০১৯ সালের জানুয়ারিতে সিটি ব্যাংকের সিইও হিসেবে যোগদান করা মাসরুর আরেফিন গত ছয় বছরে ব্যাংকটিকে উচ্চমাত্রায় উন্নীত করেছেন। ব্যাংকটির বাৎসরিক আয় ১ হাজার ৫৯৫ কোটি টাকা থেকে বেড়ে ৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং পরিচালন মুনাফা ৬৬৮ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ২৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ব্যাংকের আমানত ২১ হাজার কোটি টাকা থেকে ৫২ হাজার কোটিতে উন্নীত হয়েছে। ঋণ পোর্টফোলিও ২৩ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৪৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সিটি ব্যাংক মন্দঋণ অনুপাত ৫.৩ শতাংশ থেকে ৩.৬ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

মাসরুর আরেফিনের নেতৃত্বে সিটি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সিটিটাচ ডিজিটাল ব্যাংকিংয়ে ২০২৪ সালে ১ লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগ দেন এবং ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স করেছেন।

ব্যাংকার পরিচয়ের পাশাপাশি মাসরুর আরেফিন একজন স্বনামধন্য ঔপন্যাসিক, কবি ও অনুবাদক হিসেবেও পরিচিত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net