শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

টঙ্গী ইজতেমায় আরব মেহমানদের বিপুল সমাগম

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

২০২৪ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ‘আরব তাঁবু’ ছিল প্রায় ফাঁকা। কিন্তু এ বছর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান, আরব আমিরাত, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মেহমান অংশ নিয়েছেন। গত বছর যেখানে এসব ‘খুঁটি’ ফাঁকা ছিল, এবার সেখানে তিল ধারণেরও জায়গা নেই।

এছাড়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, কিরগিজস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিশর ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে মেহমানদের আগমন লক্ষণীয়ভাবে বেড়েছে।

তবে ভারত থেকে আগত মুসল্লিদের সংখ্যা আশ্চর্যজনকভাবে কমে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের তাঁবু প্রায় ফাঁকা।

গত ২৯ তারিখ প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছিল, ৩৪টি দেশ থেকে মাত্র ৭০১ জন মেহমান এসেছেন। কিন্তু এক মুসল্লি জানিয়েছেন, ‘শুধু আরব মেহমানদের সংখ্যাই প্রায় এক হাজারের কাছাকাছি। তার ওপর প্রতি ঘণ্টায় বিদেশি মেহমানদের গাড়ি ইজতিমা ময়দানে প্রবেশ করছে’।

এই ধরনের সংবাদ প্রচারকে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, ‘এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। তার মতে, শুরায়ী নিজামীর সাথীদের খাটো করা এবং সাধারণ মুসলমানদের মনোবলে আঘাত হানার জন্যই এমন মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে’।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net