রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

মেগান স্কিয়েনডিয়েল

by ঢাকাবার্তা
মেগান স্কিয়েনডিয়েল

মেগান স্কিয়েনডিয়েল একজন আমেরিকার হাওয়াই রাজ্যের হনোলুলু শহরে জন্ম নেওয়া সংগীতশিল্পী, মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তিনি মূলত আন্তর্জাতিক একটি কন্যাশিল্পী দল ক্যাটসআই-এর সদস্য হিসেবে পরিচিত, যেটি গঠিত হয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংগঠন হাইব ও মার্কিন রেকর্ড প্রতিষ্ঠান গেফেন-এর যৌথ উদ্যোগে। ‘দ্য ডেবিউ: ড্রিম একাডেমি’ নামের একটি প্রতিযোগিতার মাধ্যমে তিনি এই দলের সদস্য নির্বাচিত হন। সেখানে তিনি পঞ্চম স্থান অর্জন করেন।

মেগান এর পূর্বেই কিছু নাট্যধর্মী রচনায় অভিনয় করেছেন। এর মধ্যে ২০২১ সালে নির্মিত ‘রিপল এফেক্ট’ এবং ২০২২ সালের ‘বসচ: লিগেসি’ উল্লেখযোগ্য। এছাড়া তিনি শিশু-কিশোরদের জন্য নির্মিত অনুষ্ঠান ‘সিডনি টু দ্য ম্যাক্স’-এও অংশ নিয়েছেন।

সহশিল্পীদের সঙ্গে মেগান স্কিয়েনডিয়েল

সহশিল্পীদের সঙ্গে মেগান স্কিয়েনডিয়েল

তার পারিবারিক শিকড় বিচিত্র। পিতার দিক থেকে তিনি সুইডিশ এবং মাতার দিক থেকে সিঙ্গাপুরীয়-চীনাবংশোদ্ভূত। ফলে সাংস্কৃতিক বৈচিত্র্য তার জীবনের প্রারম্ভ থেকেই দৃশ্যমান। তিনি ইংরেজির পাশাপাশি চীনা ও ফরাসি ভাষার প্রাথমিক জ্ঞান রাখেন।

শৈশব থেকেই মেগান নাচের প্রতি গভীর আগ্রহ দেখিয়ে আসছেন। হুলা, ব্যালে, ট্যাপ, জ্যাজ ও হিপহপসহ বিভিন্ন নৃত্যরীতিতে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। তার রুচির মধ্যে রয়েছে পোশাক পরিকল্পনা, রূপসজ্জা, সেলাই এবং ছবিঅঁকা। তাঁর পছন্দের খাদ্য হাইনান ধরনের মুরগির ভাত এবং প্রিয় ফল লংগান। প্রতিদিন কফি পান করতেও তিনি ভালোবাসেন।

সংগীতজগতের প্রেরণাদাতা হিসেবে তিনি কোরিয়ান শিল্পী জেনি ও জিমিনের নাম উল্লেখ করেন। প্রতিযোগিতার এক পর্যায়ে তিনি ‘পিঙ্ক ভেনম’ নামে একটি বিখ্যাত কোরিয়ান গানের পরিবেশনাও করেন।

বহুমুখী প্রতিভা, আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিচয় এবং শিল্পচর্চায় নিষ্ঠা মেগান স্কিয়েনডিয়েলকে দ্রুত পরিচিতি এনে দিয়েছে। তাঁর শিল্পীসত্তা শুধু গানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কনসহ নানা মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করে চলেছেন। একবিংশ শতাব্দীর বৈশ্বিক তারকা হিসেবে মেগানের যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net