শনিবার, আগস্ট ২, ২০২৫

ওয়ানডে অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ

তিন ফরম্যাটে তিন অধিনায়ক নিয়ে নতুন যুগে বাংলাদেশ

by ঢাকাবার্তা
মেহেদী হাসান মিরাজ

স্টাফ রিপোর্টার ।।

তিন সংস্করণে তিন অধিনায়কের পথে আবারও হাঁটছে বাংলাদেশ ক্রিকেট। টেস্টে নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে লিটন দাসের পর এবার ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিসিবির একাধিক সূত্র এবং পরে প্রকাশিত আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ সকালে টেস্ট অধিনায়ক শান্ত জানান, “প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত। আমাকে টেস্টে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এটা যথেষ্ট সময়।” এরপরই বিসিবির অভ্যন্তরীণ একাধিক সূত্র জানায়, শান্ত ওয়ানডে নেতৃত্বে আগ্রহ না দেখানোয়, নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিরাজ। পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতেই জানানো হয়, এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এই ২৭ বছর বয়সী অলরাউন্ডার।

মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তাঁর লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচঞ্চল উপস্থিতি—তাঁকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস, তাঁর টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য।”

শ্রীলঙ্কা সফর দিয়েই মিরাজের অধিনায়কত্ব শুরু হচ্ছে। সফরে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৫ ও ৮ জুলাই। এর আগেই বিসিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে মিরাজকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব শুরু হবে এই সিরিজ থেকেই।

মিরাজ এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে, করেছেন ১৬১৭ রান এবং নিয়েছেন ১১০টি উইকেট। এর মধ্যে রয়েছে ২টি শতক ও ৬টি অর্ধশতক। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করার পর জাতীয় দলে প্রায় ৯ বছরের অভিজ্ঞতার পর এবার পূর্ণমেয়াদে অধিনায়ক হলেন তিনি।

এর আগেও জাতীয় দলে অস্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। গত বছরের নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এবং ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে অধিনায়ক ছিলেন। সেই সিরিজে একটি টেস্টে জয় পেলেও সব ওয়ানডেতে হেরেছিল বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক থাকা মিরাজ এবার পাচ্ছেন পুরো দলের দায়িত্ব। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি দেওয়ায় মিরাজের এই দায়িত্ব স্থায়ী হয়েছে। মিরাজের ঠাণ্ডা মাথা, নেতৃত্বগুণ এবং মাঠে-চিন্তায় পরিণত আচরণই তাঁকে অধিনায়ক করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে বোর্ড।

এই পালাবদলে লিটন দাস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত দলের নেতৃত্বে থাকছেন। টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ আর টি-টোয়েন্টিতে লিটন—এই তিন অধিনায়কের যুগে বাংলাদেশ আবার নতুন এক পরীক্ষার মুখোমুখি হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net