সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ব্যাংকে ফিরছে টাকা, বাড়ছে কোটি টাকার একাউন্ট

by ঢাকাবার্তা
বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার ।।

ব্যাংকের বাইরে থাকা টাকা আবার ব্যাংকে ফিরতে শুরু করেছে। ফলে আমানতের পরিমাণ বেড়েছে, পাশাপাশি বিত্তশালীদের ব্যাংক একাউন্টের সংখ্যাও বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাব তিন মাসে ৪,৯৫৪টি বেড়েছে। বর্তমানে দেশে এমন মোট হিসাব সংখ্যা ১,২২,০৮১টি।

অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের পর বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। দুর্নীতিবাজদের অর্থপাচারের সুযোগ কমায় এবং ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার অর্থ জমা করায় ব্যাংকে টাকা প্রবাহ বেড়েছে।

বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, সরকার অর্থপাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে ব্যাংকে অর্থ জমা রাখার প্রবণতা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট হিসাব সংখ্যা ছিল ১৬.৩২ কোটি। মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৮৩ লাখ কোটি টাকা, যা তিন মাসে ৪৫,৬২৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

গত এক বছরে কোটি টাকার ব্যাংক একাউন্ট ৭,০০০টির বেশি বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে এক লাখ ১৬,৯০৮টি কোটি টাকার হিসাব ছিল, যা ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় ১,২২,০৮১টিতে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোটি টাকার একাউন্ট মানেই ব্যক্তিগত সম্পদশালী গ্রাহকের একাউন্ট নয়। অনেক প্রতিষ্ঠান, সংস্থা এবং সরকারি সংস্থারও এমন হিসাব রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল মাত্র ৫ জন। ২০২০ সালের ডিসেম্বরে এই সংখ্যা দাঁড়ায় ৯৩,৮৯০টি এবং ২০২৩ সালের ডিসেম্বরে এটি হয় ১,১৬,৯০৮টি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net