স্টাফ রিপোর্টার ।।
নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে মনোনীত করা হয়েছে। দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি নির্বাচনের আগে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন দল গঠনের আলোচনা শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী কমিটি গঠন করতে থাকে, যা পরে জাতীয় নাগরিক কমিটির সাথে একীভূত হয়। নাগরিক কমিটিও থানা পর্যায়ে কমিটি দিয়েছে। মূলত এই দুই সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হচ্ছে, যা শুরুতে আহ্বায়ক কমিটি দিয়ে যাত্রা শুরু করবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দলের আত্মপ্রকাশ নতুন কিছু নয়। তবে অতীতে দেখা গেছে, খুব কম দলই রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পেরেছে। ছাত্রনেতাদের নেতৃত্বে আসা এই নতুন দল রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তা নিয়েই এখন আলোচনা চলছে।