ডেস্ক রিপোর্ট ।।
নাহিদা আক্তারের ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেটে নতুন মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নাহিদা আক্তার তুলে নেন ৪ উইকেট। এর ফলে আইসিসির সাপ্তাহিক হালনাগাদে তিনি উঠে এসেছেন উইকেটশিকারি বোলারদের তালিকার শীর্ষ দশে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১০।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নাহিদা ৩১ রানে নেন তিন উইকেট এবং তৃতীয় ম্যাচে ২৫ রানে এক উইকেট। তার আগের সেরা র্যাঙ্কিং ছিল সপ্তম। একই সিরিজে বাংলাদেশের আরও কয়েকজন বোলারের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। রাবেয়া খান দ্বিতীয় ম্যাচে ১৯ রানে ২ উইকেট শিকার করে এগিয়েছেন ৮ ধাপ। তার অবস্থান এখন ৪৮। ফাহিমা খাতুন দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ২ উইকেট নিয়ে উঠে এসেছেন ৫০ নম্বরে। অন্যদিকে পেসার মারুফা আক্তার একধাপ উন্নতি করে এখন আছেন ৬৮ নম্বরে।
মেয়েদের ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, যার রেটিং পয়েন্ট ৭৭০। ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট আছেন সবার ওপরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ফারজানা হক দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে এলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চার ধাপ এগিয়ে ৩২ নম্বরে এবং শারমিন আক্তার দুই ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৯ নম্বরে।