রংপুর প্রতিনিধি ।।
দেশ গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সকলের অংশগ্রহণে সরকার গঠন করলে গণতন্ত্র মজবুত হবে এবং সবার অধিকার নিশ্চিত করা যাবে।’
রোববার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, ‘পতিত সরকারের আমলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দীর্ঘদিন পর তারা আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ১৫ বছরের স্বৈরশাসনের কারণে জনগণের আস্থা হারিয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।