শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

by ঢাকাবার্তা
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব

স্টাফ রিপোর্টার ।।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে, আর সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন। আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা দেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয়। আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর আংশিক কমিটির তথ্য পড়ে শোনান আখতার হোসেন। দলটির মোট ১৫১টি পদ চূড়ান্ত করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম

নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ, আর উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন সারজিস আলম।

দলের মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করবেন। পরে দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম মুখ্য সংগঠকদের নামও ঘোষণা করা হয়।

আখতার হোসেন ও নাহিদ ইসলাম। কোলাজ, গালা

আখতার হোসেন ও নাহিদ ইসলাম। কোলাজ, গালা

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৪টায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রথমেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকেরা মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net