সোমবার, মার্চ ১৭, ২০২৫

সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়, ইসিকে জানিয়েছে জামায়াত

by ঢাকাবার্তা
মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে যে সংস্কার প্রয়োজন, তার জন্য জামায়াত সময় দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের প্রতিনিধি দল।

অধ্যাপক পরওয়ার জানান, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ইসির সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। লিখিত প্রস্তাবও দেওয়া হয়েছে। “২৩টি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ইসির সক্ষমতা, সীমাবদ্ধতা, কালো টাকা মুক্ত নির্বাচন এবং প্রবাসী ভোটারদের ভোট নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল,” বলেন তিনি।

নিবন্ধন নিয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক পরওয়ার বলেন, “এটি আদালতের বিষয়। আমরা ন্যায়বিচারের আশা করছি। অতীতেও নিবন্ধন ছাড়াই নির্বাচন হয়েছে, তখন এটি কোনো বাধা ছিল না।”

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের রাজনৈতিক দলে যোগদানের অধিকার আছে। কিন্তু কঠোর নিবন্ধন শর্তের মাধ্যমে সেই অধিকার খর্ব করা হয়েছে, যা সহজ করার আহ্বান জানিয়েছে জামায়াত। সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পর নির্বাচনে অংশগ্রহণের বিধান চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে অধ্যাপক পরওয়ার বলেন, “সময় নয়, মূল বিষয় হলো সংস্কার। সংস্কার শেষ হলে নির্বাচন হতে পারে। জামায়াতের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে।”

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করল আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন বাতিলের আগে দলটির সর্বশেষ আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় দলটি নিবন্ধন টিকিয়ে রাখতে গঠনতন্ত্র সংশোধন করে জমা দিয়েছিল।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net