রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ বহাল চায় জাতীয় বিপ্লবী পরিষদ

by ঢাকাবার্তা
জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ লিখে ইসরায়েল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান এ দাবি জানান।

তিনি বলেন, “পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ ফেরানোর দাবিতে ঘোষিত এক মাসের আল্টিমেটামের দুই সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ এর ব্যবহার বন্ধেরও কোনো ঘোষণা আসেনি। আমরা সরকারকে বলতে চাই, ১৫ মার্চের মধ্যে দাবি না মানলে আমরা জোরালো আন্দোলন গড়ে তুলব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আবদুস সালাম, সৌরভ শাকিল, গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম।

এর আগে, বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net