রবিবার, মার্চ ১৬, ২০২৫

কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।‌

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে মো: সাইদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের মো: সাইফুল ইসলাম।

গত ২৪ জানুয়ারি সংগঠনটির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এক বছরের জন্য গঠিত ৬২ সদস্যদের উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১০ জন, ৬ জনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া, দপ্তর সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ছাড়াও ২১ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের একটি আঞ্চলিক সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য শিক্ষা, ভ্রাতৃত্ব ও উন্নয়ন, যা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমাকে এ সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় আমি চেষ্টা করব আগামী এক বছর আমার দায়িত্ব সুষ্ঠু এবং সুচারুভাবে পালন করতে।যাতে পারিবারিক মেলবন্ধন দৃঢ় হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে।’

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ সাইদুল হাসান বলেন, ‘আমরা একটি পরিবার। পরিবারের অল্পসংখ্যক মানুষ নিয়ে আমাদের এই এক বছরের যাত্রা। সেক্ষেত্রে পদ কিছুই নয়। আমি চেষ্টা করব প্যাডবদ্ধ দায়িত্বশীলদের নিয়ে সৃজনশীল কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের এই পরিবারকে সুসংগঠিত করতে এবং একে-অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। শিক্ষা, সংস্কৃতি সহ নানা সামাজিক উদ্যোগের পাশে থাকবে ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net