শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে।

by ঢাকাবার্তা
মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার ।।

অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। মঙ্গলবার মো. নাহিদ ইসলাম পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার মো. নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন রাজনৈতিক দল গঠনের কারণে তার পদত্যাগ জরুরি হয়ে পড়ে, ফলে নতুন তথ্য উপদেষ্টা নিয়ে আলোচনা শুরু হয়।

প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম আলোচনায় আসে। তবে পরিস্থিতি বিবেচনায় তাকে পদে বহাল রাখা হয় এবং সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়। এরপর প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করেন।

মাহফুজ আলম ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে এতদিন তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি গণ-অভ্যুত্থানপরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজোঁ কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net