রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য খোঁজা হচ্ছে নতুন আবাসন

হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ এবং এর আশপাশের দুইটি বাংলো বাড়িকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে সুপারিশ করেছে মন্ত্রণালয় গঠিত কমিটি

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ এখনো ঘোষণা না হলেও, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসনের প্রস্তুতি শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ এবং এর আশপাশের দুইটি বাংলো বাড়িকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে সুপারিশ করেছে মন্ত্রণালয় গঠিত কমিটি।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়ে ৭ জুলাই গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়। কমিটির মতে, গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা দেওয়ায় নতুন প্রধানমন্ত্রীকে অন্যত্র আবাসনের ব্যবস্থা করতে হবে।

মিন্টো রোড ও বেইলি রোডের পুরোনো বাংলো ভেঙে আধুনিক বহুতল ভবন নির্মাণেরও প্রস্তাব দিয়েছে কমিটি, যেখানে অন্তত ২৪ জন মন্ত্রীর আবাসনের সুযোগ থাকবে। পাশাপাশি গুলশান ও ধানমন্ডির পরিত্যক্ত সম্পত্তিতেও নতুন ভবন তৈরির সুপারিশ এসেছে।

তবে প্রশ্ন উঠেছে—মন্ত্রীদের জন্য থাকা ৪৬টি সরকারি বাসা থাকা সত্ত্বেও নতুন বাসা কেন খোঁজা হচ্ছে। জানা গেছে, অনেক ফ্ল্যাট দখলে আছে বিচারপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের। যদিও এদের জন্য পৃথক সরকারি ফ্ল্যাট বরাদ্দ থাকলেও, মিনিস্টার্স অ্যাপার্টমেন্টেই তারা থাকছেন, যা ভবিষ্যৎ সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এখন এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net