শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ করার সংস্কৃতি আর নেই: তথ্য উপদেষ্টা

by ঢাকাবার্তা
মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার ।।

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ—আজ শুক্রবার এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) কর্তৃক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রকাশিত সূচকে ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৪৯তম, যেখানে ২০২৪ সালে এটি ছিল ১৬৫তম। এবার স্কোর ৩৩.৭১, যা আগের বছরের ২৭.৬৪ থেকে উন্নত হয়েছে।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যমে সরকারের পক্ষ থেকে ফোন করে হস্তক্ষেপ করার সংস্কৃতি আর নেই।

তিনি বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যার ফলেই এই অগ্রগতি। সেই সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে শিগগিরই কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং সাংবাদিকদের অধিকার আরও বেশি সুরক্ষিত থাকবে।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। সেই তুলনায় গত ১৫ বছরে সূচকে বাংলাদেশ ৪৪ ধাপ পিছিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net