শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এখনই অবসর নয়, ২০২৭ বিশ্বকাপেও খেলতে চান রোহিত শর্মা

by ঢাকাবার্তা
পতাকা গায়ে ট্রফি নিয়ে বসে আছেন রোহিত শর্মা

ডেস্ক রিপোর্ট ।। 

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা চলছিল, তবে ট্রফি হাতে নিয়েও অবসরের বিষয়ে একটিও শব্দ খরচ করেননি তিনি। বরং তাঁর কথায় স্পষ্ট যে, তিনি খেলা চালিয়ে যেতে চান, বিশেষ করে একদিনের ক্রিকেটে। এমনকি ২০২৭ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি। বারবারই উঠে এসেছে আগ্রাসী ক্রিকেটের কথা, জানিয়েছেন, এভাবেই খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি, সতীর্থদের প্রশংসাও করেছেন ভারতীয় অধিনায়ক।

সঞ্চালক ইয়ান বিশপের প্রশ্নে রোহিত বলেন, “দারুণ লাগছে জিততে পেরে। গোটা টুর্নামেন্ট জুড়েই আমরা ভালো খেলেছি। ফাইনালে জেতার অনুভূতি অন্যরকম। বিশেষ করে, যেভাবে খেলেছি, সেটা আমাদের বাড়তি তৃপ্তি দিচ্ছে।”

এরপরই উঠে আসে আগ্রাসী ক্রিকেটের প্রসঙ্গ। রোহিত বলেন, “অনেকেই জানেন, এটা আমার স্বাভাবিক খেলার ধরণ নয়। কিন্তু এই স্টাইলেই খেলতে চেয়েছিলাম। যখন নতুন কিছু করেন, তখন দলের সমর্থন খুব দরকার হয়। আগে রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, এখন গৌতি ভাইয়ের (গৌতম গম্ভীর) সঙ্গেও আলোচনা করেছি। দুজনেই আমাকে সমর্থন করেছেন, তাই আমি আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। গত কয়েক বছর অন্যভাবে খেলেছি, এখন নতুন স্টাইলে খেলছি এবং ভালো ফল পাচ্ছি।”

কীভাবে সাফল্য পাওয়া সম্ভব, সেটাও ব্যাখ্যা করেছেন রোহিত। তাঁর মতে, “সবার আগে বুঝতে হবে, উইকেট কেমন। তার ওপর ভিত্তি করেই খেলতে হবে। আজ প্রথম পাঁচ-ছয় ওভার কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে আমার পরিষ্কার ধারণা ছিল। আগ্রাসী খেলতে গিয়ে অনেকবার আউট হয়েছি, তবে শট মারার ধরনই আসল। দলের ব্যাটিং গভীরতা আমাকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেয়। জাডেজার মতো একজন ব্যাটসম্যান যদি আট নম্বরে খেলেন, তাহলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়ে।”

চাপের মধ্যে কেএল রাহুলের ব্যাটিংও প্রশংসা করেছেন রোহিত। বলেন, “কেএলের মানসিকতা নিয়ে কিছু বলার নেই। ও চাপে পড়লেও সেটা প্রকাশ করে না। আজ একাই ম্যাচটা শেষ করল। পরিস্থিতি অনুযায়ী ঠিক শট বেছে নেয়, বাকিদের স্বাধীনভাবে খেলতে দেয়। আজ হার্দিককে খোলা মনে খেলতে দিয়েছে।”

এছাড়া, বোলার বরুণ চক্রবর্তীর প্রশংসাও করেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, “আগেই বলেছি, বরুণের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। এ ধরনের পিচে ওর মতো স্পিনারদের দরকার। শুরুতে খেলেনি, পরে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছে। দলের জন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

শেষে দুবাইয়ের দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিত। তিনি বলেন, “যাঁরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এখানকার দর্শকরা সবসময় অসাধারণ। দুবাই আমাদের ঘরের মাঠ নয়, কিন্তু সমর্থকদের জন্যই মনে হয়েছে, যেন আমরা নিজের দেশে খেলছি। এত মানুষ খেলা দেখতে এসেছেন, ট্রফি জিতে তাঁদের খুশি করতে পেরে ভালো লাগছে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net